শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর এই অবস্থায় বেকার যুবতীদের রয়েছে এক দুর্দান্ত সুখবর।
সম্প্রতি, মালদা জেলা প্রশাসনের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাবে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এইসব পদে। বাড়িতে বসে অনলাইনে আবেদনের সুযোগ থাকছে। এখন একনজরে দেখে নিন এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত কিছু তথ্য।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা শূন্যপদে নিয়োগ করা হবে। শুন্যপদের বিন্যাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখানো হয়েছে। সেখানে ব্লক ও পঞ্চায়েত ভিত্তিক শুন্যপদের বিন্যাস রয়েছে। এই পদে প্রার্থীরা নিয়োগ পাবেন মালদা জেলার ওল্ড মালদা, মানিকচক, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, হবিবপুর, রাতুয়া, গাজোল, ইংলিশবাজার এবং বামনগোলা ব্লকে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস যোগ্যতায় আবেদন করা যাবে।
◆ বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ সালের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের জন্য নিয়মানুযায়ী বয়সের ছাড় থাকবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রথমেই যেতে হবে মালদা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে বিজ্ঞপ্তিটি খুঁজে সেখানেই আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ মার্চ, ২০২৪ অবধি।
◆ নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগের আগের নেওয়া হবে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা। এখানে প্রবন্ধ রচনা -১৫ নম্বর, পাটিগণিত – ২০ নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর, ইংরেজি – ২০ নম্বর, সাধারণ জ্ঞান -২০ নম্বর। তারপর হবে ১০ নম্বরের ইন্টারভিউ।