বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অধীনস্থ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জাতি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শীঘ্রই চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের পর মাসে ১২,০০০ টাকা বেতন পাওয়া যাবে। অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখন একনজরে দেখে নিন যে কিভাবে আবেদন করবেন এইসব পদের জন্য।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে ৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য হবে এই নিয়োগ। তবে পরবর্তীকালে বিবেচনা করে এই সময়কাল বাড়ানো হতে পারে। এই পদে যোগদান করার পর মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে এই নিয়োগ করা হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার বা হেড ক্লার্ক হয়ে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর ৬৪ বছরের বেশি বয়স হয়ে গেলে আর আবেদন করা যাবে না।
◆ নিয়োগ পদ্ধতি: শুধুমাত্র যোগ্যতা যাচাই, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ০৭.০৭.২০২৪ তারিখ সকাল ১১ টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। ইন্টারভিউয়ের ঠিকানা- Office chamber of Additional District Magistrate (Dev.), Alipurduar at Room No-608, Dooarskanya , 6th Floor, Integrated Administrative Building, Po- Alipurduar Court, Dist- Alipurduar।
◆ আবেদন পদ্ধতি: অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই সংশ্লিষ্ট দফতরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। সেখানেই ফরম পাওয়া যাবে। সেটিকে প্রিন্ট করিয়ে সেটি পূরণ করে, সমসাময়িক পাসপোর্ট সাইজ ছবি, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র ও অভিজ্ঞতার প্রমানপত্র নিয়ে আসতে হবে ইন্টারভিউয়ের ঠিকানায়।