প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

ICDS Jobs: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্লকভিত্তিক নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ মহিলারা আবেদন করতে পারবেন

অঙ্গনওয়াড়ি ভারতের একধরনের গ্রামীণ শিশুর পরিচর্যা কেন্দ্র। ১৯৭৫ সালে শিশুদেরর ক্ষুধার্ত ও অপুষ্টির মোকাবিলা করার জন্য ভারত সরকারের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা ICDS প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি শুরু হয়েছিল। কোনো…

Published By: Debaprasad Mukherjee | Published On:

অঙ্গনওয়াড়ি ভারতের একধরনের গ্রামীণ শিশুর পরিচর্যা কেন্দ্র। ১৯৭৫ সালে শিশুদেরর ক্ষুধার্ত ও অপুষ্টির মোকাবিলা করার জন্য ভারত সরকারের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা ICDS প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি শুরু হয়েছিল। কোনো সাধারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোনো গ্রামে সাধারণ স্বাস্থ্য পরিচর্যা প্রদান করা হয়। একইসঙ্গে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের প্রাথমিক শিক্ষার বিষয়টিও নজর দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধরণের টিকা দেওয়ার ব্যবস্থাও করা হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে।

আর মহিলাদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নানা পদে চাকরির সুযোগ থাকে। কারণ, এইসব ICDS কেন্দ্রে নিয়োজিত হন মহিলারা। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার পাওয়া যায় এই সরকারি চাকরি। আর এবার রাজ্যের বেকার যুবতীদের জন্য দারুন সুখবর। কারণ, এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে এই পদের জন্য। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিষয়ে বিস্তারিত তথ্য।

● শূন্যপদ: উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। তবে মোট শুন্যপদের বিন্যাস এখনো প্রকাশিত হয়নি। তবে এক্ষেত্রে নিয়োগ হবে টিটাগড়, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, কামারহাটি, বাগদা, সন্দেশখালি, হিজল গঞ্জ, উত্তর দমদম, স্বরূপনগর, মধ্যমগ্রাম, অশোকনগর, কাঁচরাপাড়া, গারুলিয়া এবং বসিরহাট ব্লকের বিভিন্ন ICDS কেন্দ্রে।

● শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে নূন্যতম কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

● বয়সসীমা: এই পদে আবেদনের জন্য সেইসব মহিলা প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন, যাদের বয়স হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

● নিয়োগ পদ্ধতি: এই পদের জন্য নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এক্ষেত্রে ৯০ নম্ভরের লিখিত পরীক্ষা করা হবে। যেখানে প্রবন্ধ রচনা থাকবে ১৫ নম্বর, পাটিগণিত থাকবে ২০ নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা সম্পর্কিত প্রশ্ন থাকবে ১৫ নম্বরের, ইংরেজির প্রশ্ন থাকবে ২০ নম্বরের এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে ২০ নম্বরের। এছাড়াও নেওয়া হবে ১০ নম্বরের ইন্টারভিউ। পুরো ১০০ নম্বরের ভিত্তিতে প্রকাশিত হবে চূড়ান্ত মেরিট লিস্ট।

● আবেদন পদ্ধতি: এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সেখানে নির্ভুলভাবে সব তথ্য পূরণ করতে হবে। তারপর সব নথি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ০২.০৪.২০২৪।