প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Vacancy: মার্চেই শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন ৫ কর্মখালিতে

পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের শিক্ষিত যুব সমাজ। তবে ছবিটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে এতটা ভয়াবহ, তা কিন্তু নয়। গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের সংখ্যা। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন।

এদিকে দেখতে দেখতে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাস এসে গেছে। আর এই মার্চ মাসে অনেক কর্মখালী রয়েছে। একাধিক সংস্থায় নিয়োগের জন্য আবেদনপত্র হবে এই মাসেই। এই নিবন্ধে এমন কয়েকটি শূন্যপদ নিয়ে আলোচনা করা হল। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে চাকরির সন্ধান করলে এই প্রতিবেদনটি আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে।

● অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ: রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী নিয়োগ হবে। এর জন্য আবেদন করা যাবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই। এক্ষেত্রে ০১.০১.২০২৪ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ২০.০৩.২০২৪ তারিখের আগে অনলাইনে করতে হবে আবেদন। এর জন্য জেলা প্রশাসনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে।

● কলকাতা হাইকোর্টে গ্রুপ-সি কর্মী নিয়োগ: কলকাতা হাইকোর্টে শীঘ্রই গ্রুপ-সি কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদন করা যাবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই। এক্ষেত্রে মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। ১৫.০৩.২০২৪ তারিখের আগে অফলাইনে করতে হবে আবেদন। ফরম পূরণ করে জমা দিতে হবে।

● জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ: রাজ্যের বিভিন্ন জেলা আদালতে শীঘ্রই গ্রুপ-ডি কর্মী নিয়োগ হবে। এর জন্য আবেদন করা যাবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ০৭.০৩.২০২৪ তারিখের আগে অফলাইনে করতে হবে আবেদন।

● শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ: রাজ্যের শিশু সুরক্ষা দফতরে শীঘ্রই কর্মী নিয়োগ হবে। এর জন্য আবেদন করা যাবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ০৭.০৩.২০২৪ তারিখের আগে অফলাইনে করতে হবে আবেদন। এর জন্য জেলা প্রশাসনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে জমা দিতে হবে।

● কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ: কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ হবে। এর জন্য আবেদন করা যাবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই। তবে এক্ষেত্রে কথোপকথন ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ১১.০৩.২০২৪ তারিখের আগে অফলাইনে করতে হবে আবেদন। তত জন্য আগেই কলকাতা জাদুঘরের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে জমা দিতে হবে।