করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। তবে এই অবস্থায় সুখবর শোনাল মালদা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। এবার নূন্যতম যোগ্যতাতেই মিলবে চাকরি। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পোস্ট অফিস। জানা গেছে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে শূন্যপদে নিয়োগ করতে চলেছে মালদা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি । এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
■ শূন্যপদ: মোট ১৬ শূন্যপদে নিয়োগ হবে। এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নানা পদে বেতন হবে ১৮,০০০ টাকা।
■ বয়সসীমা: এইসব শূন্যপদে চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা রাখা হয়েছে ২১ বছর, ৪০ বছর অবধি।
■ শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য আলাদা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীকে ফিজিয়োথেরাপিতে গ্রাজুয়েশন ককরে থাকতে হবে। এছাড়াও নূন্যতম দু’বছর কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়াও ফিজিয়োথেরাপিতে মাস্টার্স ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। এছাড়াও আবেদনকারীকে ভালোভাবে বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
■ আবেদন প্রক্রিয়া: এইসব শুন্যপদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করার কথা জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। এছাড়াও নির্ধারত দফতরে গিয়ে যোগাযোগ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫.০৩.২০২৪।
■ নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে একাধিক পর্যায়ে নিয়োগ করা হবে। প্রথমেই শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাই হবে, তারপর কম্পিউটার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।