শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর এই অবস্থায় বেকার যুবক ও যুবতীদের রয়েছে এক দুর্দান্ত সুখবর।
সম্প্রতি, স্টাফ সিলেকশন কমিশন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছে যে স্নাতক বা দ্বাদশ বা মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ করা হবে। সিলেকশন পোস্ট পরীক্ষা’-র দ্বাদশ পর্যায়ের নিয়োগ হবে এটি।এক্ষেত্রে একাধিক পদেই হবে নিয়োগ। নিয়োগের আগে পরীক্ষা নেওয়া হবে। বাড়িতে বসে অনলাইনে আবেদনের সুযোগ থাকছে। এখন একনজরে দেখে নিন এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত কিছু তথ্য।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২,০৪৯ শূন্যপদে নিয়োগ করা হবে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এলহন যেহেতু একাধিক পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই পদ অনুযায়ী দশম বা দ্বাদশ বা স্নাতক যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।
◆ বয়সসীমা: এখানে কিছু পদের ক্ষেত্রে প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। আবার কোনো পদের ক্ষেত্রে বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। এক্ষেত্রে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে স্টাফ সিলেকশন কমিশন-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ভারচুয়াল ফরম পূরণ করে আবেদন করতে হবে। তারপর জমা ফিতে হবে আবেদন ফি। সংরক্ষিত শ্রেণী বাদে সকলের আবেদন ফি ১০০ টাকা। আবেদন করা যাবে ১৮ মার্চ, ২০২৪ অবধি। আবেদন মূল্য জমা দেওয়া যাবে ১৯ মার্চ, ২০২৪ অবধি।
◆ নিয়োগ পদ্ধতি: এইসব পদে নিয়োগের জন্য আগে আবেদনকারীদের পরীক্ষা দিতে হবে। কম্পিউটার বেসড টেস্ট বা CBT-র মাধ্যমে মেরিট লিস্ট তৈরি হবে। আগামী ৬ মে ও ৮ মে পরীক্ষা নেওয়া হবে।