বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।
তবে এই পরিস্থিতিতে অনেকেই নানা খুচরো কাজে নিজেদের নিয়োজিত করছেন। এর মাঝে আবার অনেক ক্ষুদ্র সংস্থা তাদের আশার আলো দেখাচ্ছে। আর এবার এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি, কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
● শূন্যপদ: কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড আইন কর্মকর্তা অথবা বিশেষজ্ঞ স্বরূপ ১ টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। উল্লিখিত পদের জন্য শূন্যপদগুলি চুক্তিভিত্তিক নিয়োগ হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারেন।
● শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই রেলওয়ে বা কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা পিএসইউ-এর অবসরপ্রাপ্ত আইন কর্মকর্তা হিসেবে কাজ করে থাকতে হবে। এক্ষেত্রে জুনিয়র স্কেলে বা সিনিয়র স্কেলে উভয়েই আবেদন করতে পারবেন। তবে সিনিয়র স্কেলে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও প্রাক্তন সহযোগী সম্পাদক, সিনিয়র লেকচারার, সিনিয়র লেকচারার ইউআরটি কেস এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
● বয়সসীমা: এই বিশেষ পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ৬০ বছরের উপরে এবং ৬২ বছরের কম হতে হবে। এক্ষেত্রে ০১.০১.২০২৪ তারিখের হিসেবে বয়সের গণনা হবে।
● আবেদন পদ্ধতি: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আইন কর্মকর্তা ও বিশেষজ্ঞ পদে আবেদনের করতে পারবেন অফলাইন পদ্ধতিতে। এর জন্য প্রথমেই এ-ফোর আকৃতির একটি সাদা কাগজে সুন্দরভাবে টাইপ করা আবেদন যথাযথভাবে স্বাক্ষরিত করে সেটিকে পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে নিম্নলিখিত পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- জেনারেল ম্যানেজার/প্রশাসন এবং এইচআর, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, এইচআরবিসি অফিস কম্পাউন্ড, মুন্সি প্রেমচাঁদ সরণি, কলকাতা – ৭০০০২১। আবেদনটি অবশ্যই ০৯.০৩.২০২৪ তারিখে বা তার আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।