বিশ্বের স্মার্টফোন বাজারে প্রিমিয়াম মোবাইলের মধ্যে অন্যতম হল আইফোন। আজকাল আভিজাত্যের অন্যতম নিদর্শন হল হাতে থাকা আইফোন। এই মোবাইলের নির্মাতা সংস্থা হল অ্যাপল। আর এই অ্যাপলের লোগোতেই আইফোন বাজিমাত করে বাজারে। এর থেকে সস্তায় আরো উন্নতমানের ফিচার্স সমৃদ্ধ মোবাইল পাওয়া গেলেও আইফোনেই চোখ আটকে যায় অনেকেরই। তার কারণ হল এর ব্র্যান্ড ভ্যালু। আন্তর্জাতিক বাজারে এই মোবাইল এতটাই বিখ্যাত হয়ে গেছে যে আজকাল যেকোনো দেশের কোনো বড় নেতা থেকে বড় শিল্পপতি এমনকি অভিনেতা ও অভিনেত্রীদের হাতে দেখা যায় এই মোবাইল। সেই কারণেই প্রিমিয়াম সেগমেন্টে রাজত্ব করছে আইফোন।
তবে আজকাল অনেকেই আইফোন কেনার স্বপ্ন দেখেন। হাতে আধ-খাওয়া আপেলের লোগোযুক্ত মোবাইল নিয়ে বাইরে আভিজাত্যের প্রদর্শন করেন সকলেই। এদিকে প্রতি বছর একটি করে মডেল লঞ্চ করে থাকে। গত বছরের জন্য লঞ্চ হওয়া সবচেয়ে বড় স্মার্টফোনগুলির মধ্যে একটি হতে চলেছে iPhone-14 সিরিজ। প্রতি বছরের মতোই, অ্যাপল গত বছরের সেপ্টেম্বরে নতুন এই ফ্ল্যাগশিপ আইফোন লঞ্চ করেছে। আর ইতিমধ্যে ই-কমার্স ওয়েবসাইট সহ দোকানে উপলব্ধ হয়েছে এই মোবাইল। এখন এই মোবাইল আপনি সস্তায় কিনতে পারবেন। সেটি কিভাবে কিনবেন এবার জেনে নিন।
এই মোবাইলের উন্নতমানের ফিচার্স হিসেবে পেয়ে যাবেন ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড ডিসপ্লে। এছাড়াও লাইটেনিং ফাস্ট পারফরম্যান্সের জন্য পেয়ে যাবেন ৫ কোর জিপিইউ সহ এ-১৫ বায়োনিক প্রসেসর, ২০ ওয়াট চার্জিং সাপোর্ট, যা ২৬ ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম পাবেন। এছাড়াও এই মোবাইলে রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ। এই মোবাইলে আপনি পেয়ে যাবেন ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তবে এই মোবাইলে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
বর্তমানে ই-কমার্স সাইটে এই মোবাইলের ১২৮ জিবি স্টোরেজের বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর এমআরপি রয়েছে ৭৯,৯০০ টাকা। তবে এখন কিনলে এই মোবাইল পেয়ে যাবেন ৫৬,৯৯৯ টাকায়। তবে এই মোবাইলের উপর এখন রয়েছে বাড়তি ডিসকাউন্ট। এখন এই মোবাইলের উপর রয়েছে ২২,৯০১ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। ব্যাঙ্ক অফার হিসেবে বাড়তি ১০ শতাংশ ছাড় পেয়ে যাবে। এছাড়াও পুরানো মোবাইল এক্সচেঞ্জ করলে আপনি পেয়ে যাবেন ৪৪,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়।