প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Civic Volunteer: ভোটের আগেই ১ লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় চাকরি

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে অনেক শুন্য পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। এখন একনজরে দেখে নিন যে কোন দফতরে আসন্ন সময়ে নিয়োগ করতে পারে মমতা সরকার।

সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগে রাজ্যবাসীর মন জয় করতে নিয়োগের বিষয়ে সুখবর দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গেছে, লোকসভা ভোটের আগে রাজ্যে ১ লক্ষের কাছাকাছি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার। সামান্য মাধ্যমিক পাশ যোগ্যতায় মিলবে এই চাকরি। এখন একনজরে জেনে নিন এই পদের বিষয়ে বিস্তারিত।

● শূন্যপদ: যে পদের জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটি হল আইনি স্বেচ্ছাসেবক বা প্যারা লিগাল ভলেন্টিয়ার। লোকসভা ভোটের বুথে বুথে নিরাপত্তার জন্য এই নিয়োগ করা হবে। জানা গেছে, ৩৫ হানার থেকে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করতে পারে রাজ্য সরকার।

● বয়সসীমা: এক্ষেত্রে শুধুমাত্র যেসব প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে, তারাই আবেদন করতে পারবেন। তবে OBC এবং SC, ST রা বয়সে তিন ও পাঁচ বছরের ছাড় পাবেন। ১ লা জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী বয়সের হিসেব করার পরামর্শ দেওয়া হয়েছে।

● শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনকারীকে নূন্যতম কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

● নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনরূপ পরীক্ষা দিতে হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার পরে সেই প্রার্থী যোগ্য বিবেচিত হলে নিয়োগপত্র তুলে দেওয়া হবে তার হাতে।

● আবেদন পদ্ধতি: এই পদের জন্য আবেদনের কোনো পদ্ধতি জানানো হয়নি। এক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন বায়োডাটা ও সমস্ত নথি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যেসব নথি জমা দিতে হবে, সেগুলি হল- ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স-এর মত ফটো আইডেন্টিটি প্রুফ, মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতিগত শংসা পত্র (যদি থাকে), স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, এক কপি রঙিন ও রিসেন্ট পাসপোর্ট ফটো, বয়সের প্রমাণপত্র।