আজকালকার দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি নাগপাশে আবদ্ধ হয়েছে গোটা দেশ। আর সাধারণ মধ্যবিত্তদের জীবনধারাও এমনভাবে সজ্জিত হয়েছে, যেখানে দরকার পড়ে অনেক দামিদামি জিনিসপত্রের। কিন্তু দরকার পড়লেও সামর্থ্য কুলোয় না অনেকের। এলেটরে বাড়ি বানানো একটি ব্যয়বহুল বিষয়। তাই এক্ষেত্রে একই সময় অনেকটা পরিমান টাকার দরকার পড়ে অনেকের। কিন্তু সেই পরিমান টাকা সেই মুহূর্তে না পেয়ে অনেকেই লোনের বিষয়ে চিন্তাভাবনা করেন।
কিন্তু এই হোম লোন নিতে গেলেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় মানুষজনকে। অনেকেই যেমন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন, তেমনই আবার অনেকে বিভিন্নরকম ফাইন্যান্স কোম্পানি থেকেও লোনের জন্য আবেদন করেন। কিন্তু কয়েকলক্ষ টাকার লোনের জন্য সাধারণ মানুষকে ব্যাপক হয়রানির শিকার হতে হয়। তবে এই প্রতিবেদন আপনার হয়রানি অনেকটাই কমিয়ে দিতে পারে। কারণ এই প্রতিবেদনে আমরা জানাবো এমন একটি সুখবর, যা আপনার বাড়ি তৈরির স্বপ্নকেও পূরণ করবে অনায়াসে। কি সেই সুখবর? জেনে নিন।
আমাদের দেশের মধ্যে সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কে কয়েক কোটি গ্রাহক লেনদেন করেন নিত্যদিন। এমনকি নানা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগের ক্ষেত্রেও অনেকের প্রথম পছন্দ এই ব্যাঙ্ক। এছাড়াও বিভিন্ন ধরণের ঋণ নেওয়ার ক্ষেত্রেও প্রথম পছন্দের তালিকায় থাকে SBI। আর এবার গৃহঋণের ক্ষেত্রে গ্রাহকদের ভালো সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। কারণ, সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে আয়োজন করা হয়েছে লোন কার্নিভালের। এই বিশেষ আয়োজনে আপনি অন-স্পট লোন পাওয়ার মতো সুবিধাও পেয়ে যেতে পারেন।
জানা গেছে, স্টেট ব্যাঙ্কের এই আয়োজন হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার শিল্পতালুক দুর্গাপুরে। দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে এই হোম লোন কার্নিভাল আয়োজিত হচ্ছে। আগামী ২৫ শে ফেব্রুয়ারি ও ২৬ শে ফেব্রুয়ারি এই দুদিন ধরে চলবে এই লোন কার্নিভাল। এখানে ব্যাঙ্কের আধিকারিকরা গ্রাহকদের লোনের বিষয়ে নানা পরামর্শ দেবেন। একইসঙ্গে গ্রাহকদের অন-স্পট লোন দেওয়ার মতো পদক্ষেপও নিচ্ছে SBI। একইসঙ্গে এই কার্নিভালে আপনি স্টেট ব্যাঙ্কের অনুমোদিত বাড়িঘর কিনতে পারবেন সরাসরি।