একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
আর ভারতীয় মোবাইলের বাজারে বেশ ভালো নাম কুড়িয়েছে মোটোরোলা কোম্পানি। কিপেড মোবাইলে বেশ নামজাদা কোম্পানি ছিল এটি। তবে এখন স্মার্টফোনের দুনিয়ায় স্বনির্ভর একটি ব্র্যান্ড হয়েছে উঠেছে মোটোরোলা। এখন বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম, কমবেশি সব রেঞ্জের মোবাইল বানিয়ে থাকে এই নির্মাতা সংস্থা। আর এবার এই কোম্পানির একটি মোবাইল ভারতীয় বাজারে ধামাকা করেছে। কারন ১০ হাজার টাকার মধ্যে একটি দুর্দান্ত মোবাইল লঞ্চ করেছে এই কোম্পানি। এই প্রতিবেদনে আমরা কথা বলবো টেকনো কোম্পানির Motorola কোম্পানির G সিরিজের Moto G24 Power মোবাইলটি নিয়ে।
এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব বাজেট সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। মোবাইকের ডিসপ্লের পিক ব্রাইটনেস ৫৩৭ নিটস। প্রসেসর হিসেবে এই মোবাইলে দেওয়া হয়েছে অক্টা কোর হেলিও জি-৮৫ চিপসেট। এছাড়াও এই মোবাইল চালিত হবে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-১৪-এর মাধ্যমে। পাশাপাশি এই মোবাইল থ্রিডি একরিলিক গ্লাস বিল্ড দিয়ে তৈরি হয়েছে।
এই মোবাইলে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর ফোর এক্স RAM এবং ৮ জিবি এক্সটেন্ডেড স্টোরেজ ফিচার। মেমোরি হিসেবে মিলবে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই মোবাইলে মিলবে ৫০ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি। ফিচার্স হিসেবে এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি এটমস সাউন্ড সেটআপ। বর্তমান বাজারে এই মোবাইলের দাম রয়েছে ৮,৯৯৯ ও ৯,৯৯৯ টাকা।