শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্যে দুর্নীতির জাল ফাঁস হয়েছে, সেই অবস্থাতে এখনো শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। যদিও এখন শিক্ষকতার চাকরি পাওয়া মুখের কথা নয়। কারণ আজকাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে হলে তার আগে প্রশিক্ষণমূলক কোর্স করা বাধ্যতামূলক। এক্ষেত্রে প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য ডি.এল.এড কোর্স করতে হয়। এছাড়া, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা হওয়ার জন্য বি.এড কোর্স করতে হয়। তবে এবার এসব কোর্স ছাড়াও শিক্ষকতার সুযোগ পাওয়া যাবে।
যারা চাকরির আশায় বসে রয়েছেন, তাদের জন্য রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে দারুন সুযোগ রয়েছে। এবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হতে চলেছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হবে। এর জন্য কোনো পরীক্ষা দেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি পাওয়া যাবে। এখন একনজরে দেখে নিন এইসব শুন্যপদের বিস্তারিত।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের জন্য এই নিয়োগ করা হবে। এই পদে মাসিক বেতন দেওয়া হবে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে। তবে স্থায়ী পদে নিয়োগ হবেনা। এক্ষেত্রে আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নযোগ হবে। তবর কতগুলি শূন্যপদ রয়েছে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি কিছু রাখা হয়নি। অন্তত বিজ্ঞপ্তিতে তেমন কোনো উল্লেখ নেই। একইসঙ্গে অভিজ্ঞতার বিষয়েও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে এই শুন্যপদের জন্য কোনো বয়সসীমা রাখা হয়নি।
◆ নিয়োগ প্রক্রিয়া: এইসব পদের জন্য আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী প্রাথমিক বাছাই হবে। প্রাথমিক বাছাই পর্বের পর চূড়ান্ত বাছাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই চূড়ান্ত নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
◆ আবেদন পদ্ধতি: এইসব পদে জন্য আগের থেকে আবেদন করতে হবে না। আগামী ৪ ই মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে ইন্টারভিউ। ওইদিন প্রার্থীকে বায়োডাটা সহ উপস্থিত থাকতে বলা হয়েছে। বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ইন্টারভিউ নেওয়া হবে। দুপুর ১ টায় হবে ইন্টারভিউ। তার জন্য প্রার্থীদের সাড়ে বারোটার মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে। এর জন্য বিস্তারিত তথ্য জানতে হলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।