প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Job Notification: কলকাতার কেন্দ্রীয় গবেষণা সংস্থায় নিয়োগ, মাসিক বেতন ৩১ হাজার টাকা

শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ কাজ হারিয়েছেন, কদু আবার কাজ খুঁজছেন। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির…

Published By: Debaprasad Mukherjee | Published On:

শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ কাজ হারিয়েছেন, কদু আবার কাজ খুঁজছেন। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে একটি সরকারি গবেষণা সংস্থা। সম্প্রতি, সরকারের অন্তর্গত ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একটি শূন্যপদ রয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার দফতরে। জানা গেছে, সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ-এর একটি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ করা হবে। এই পদে মাসিক বেতন হবে ৩১ হাজার টাকা।

◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যে পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে আবেদনের জন্য ন্যাচারাল সায়েন্সেস, এগ্রিকালাচার সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এক্ষেত্রে শর্তসাপেক্ষে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং মেডিসিন শাখায় স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে আবশ্যিকভাবে নাইট্রোজেন সাইকেলিং, মাইক্রোবায়াল কমিউনিটি কাজের পূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করে থাকতে হবে।

◆ বয়সসীমা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

◆ নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার নদিয়ার ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে

◆ আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আগের থেকে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন অর্থাৎ আগামী ২৩ ফেব্রুয়ারি, আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নথি সহ উক্ত স্থানে উপস্থিত থাকতে হবে।