বাড়ি থেকে বাইরে বেরোলেই অনেক টাকার খরচ- আজকাল এই কথা কমবেশি অনেক মানুষই বলে থাকেন। আর কথাটি যে মিথ্যা, তা নয়। কারণ, বাড়ি থেকে বেরোলেই নানা কারণে আমাদের মানিব্যাগ থেকে টাকা খসতে শুরু করে। প্রথমত আপনার বাইক বা গাড়ি থাকলে তাতে তেল ভরতে খরচ হয়, আবার গাড়ি বা বাইক না থাকলে যানবাহনের ভাড়া দিতে হয়। আবার বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করলে তো টাকা গুনতেই হয়। এর পাশাপাশি বাইরে কোনো হোটেল বা রেস্তোরাঁ বা ফুটপাতের দোকান থেকে কিছু খাওয়াদাওয়া করলেও খরচ করতেই হয়। এককথায়, জীবনের প্রতিটি পদক্ষেপে খরচ রয়েছে নানা খাতে।
তবে এই খরচ করতে গিয়েই এখন এক নতুন সমস্যা দেখা দিচ্ছে। কারণ ভারতে আজকাল নোটের সমস্যা দেখা দিচ্ছে। হয়তো আপনিও এমন সমস্যার মুখোমুখি হয়েছেন কোথাও কোথাও। তার কারণ কিন্তু নোটের অমিল নয়। এই সমস্যার কারণ হল নোটের অবস্থা। আজকাল বাজারে টাকা দিতে বা নিতে হলে সবথেকে বড় সমস্যা হল কাটাছেঁড়া নোট বা ড্যামেজ হয়ে থাকা নোট। এছাড়াও নোটের উপর পেনের কালি দিয়ে কিছু লেখা থাকলে সেই নোট নিতেও অনেকেই নারাজ হচ্ছেন।
আর এই নোট না নেওয়ার সমস্যা বাড়ছে দিনের পর দিন। তার কারণ হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি খবর। এই খবরে বলা হয়েছিল যে যেসব নোটের উপর পেনের কালি দিয়ে কিছু লেখা থাকবে, তা এবার থেকে আর বৈধ মুদ্রা বলে গণ্য হবেনা। এমনকি সেই খবরে দাবি ককরে হয়েছিল যে এমন ঘোষণা নাকি করা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে। আর এই খবর দেখার পরেই অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। সেই কারণেই পেনের কালি লেগে থাকা কোনো নোট এখন কেউ নিতে চাইছেন না।
তবে এবার এই সমস্যাটি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এমন ধরনের খবর সম্পূর্ণভাবে মিথ্যে। পেনের কালি লেগে থাকা নোট যে অবৈধ, এমন কোনো ঘোষণাই নাকি করা হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফে। সেই কারণে পেনের কালি লেগে থাকা নোট অচল নয়। তবে রিজার্ভ ব্যাঙ্ক একইসঙ্গে ভারতীয় নাগরিকদের অনুরোধ করেছেন যাতে করে কেউ নোটের উপর কিছু না লেখেন। এমনটা করলে নোট অনেকদিন ভালো থাকবে।