প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Jio Phone: চলবে ফেসবুক, হোয়াটস্অ্যাপ ও ইউটিউব, ৩ হাজার টাকার কম দামে মিলবে Jio-র এই মোবাইল

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজও অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজও অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্যই। তবে এই মোবাইল অনেকাংশে বদলে দিয়েছে আমাদের জীবনধারাকে। মোবাইলের মাধ্যমেই পৃথিবী এসেছে আমাদের হাতের মুঠোয়। আর মোবাইল ও ইন্টারনেটের যুগে যেন এক আমূল পরিবর্তন এনেছে জিও। এই কোম্পানি বাজারে আসার পর থেকেই যেন ইন্টারনেট এক্সপ্লোসেন ঘটেছে দেশে।

তবে শুধুমাত্র টেলিকম সার্ভিস দেওয়া নয়, একইসঙ্গে অনেক ব্যবসা করে মুকেশ আম্বানির এই সংস্থা। তার মধ্যে অন্যতম হল জিও ফোনের ব্যবসা। কারণ 4G সাপোর্টেড কিপেড মোবাইল বানিয়ে বাজারে ধামাকা করেছে জিও। কারণ ভারতে এখনো অনেকেই রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তাদের ক্ষেত্রে কিপেড মোবাইল চালানো অনেক বেশি সহজসাধ্য কাজ। তাদের কথা ভেবেই এই জিও ফোন লঞ্চ হয়েছিল দেশে। আর এবার এই মোবাইলের শক্তি উন্নত ভার্সন বাজারে আনতে চলেছে জিও। মনে করা হচ্ছে, নতুন এই মোবাইলে অনায়াসে ফেসবুক, ইউটিউব ও হোয়াটস্অ্যাপ চালানো যাবে।

জানা গেছে, মুকেশ আম্বানির কোম্পানি এবার ভারতের বাজারে আনতে চলেছে Jio Phone Prima 4G মোবাইলটি। এটিও আগের মতো কিপেড 4G মোবাইল হতে চলেছে। তবে এতে দেওয়া হয়েছে উন্নতমানের কিছু ফিচার্স, যা ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হবে। এই মোবাইলটি আগের থেকে দেখতে ভালো হচ্ছে। কারণ এটি মাত্র ১.৫৫ সেমি পুরু হবে। এছাড়াও এই মোবাইলে ২৩ টি স্থানীয় ভাষা সাপোর্ট করবে। পাশাপাশি এই মোবাইলে দেওয়া হবে ১৮০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি। এছাড়াও এই মোবাইলে থাকবে এআরএম কোর্টেক্স এ-৫৩ প্রসেসর, ১২৮ জিবি অবধি স্টোরেজ।

তবে এই মোবাইলের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স হল এটিই যে এই মোবাইলে ফায়ারফক্স ওএস ওপেন সোর্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং গুগল ম্যাপ সহ ১২০০-র বেশি অ্যাপ সাপোর্ট করে। অনেকগুলি অ্যাপ মোবাইলে আগের থেকে লোড করা থাকবে। এখানে জিও-র নানা অ্যাপ থাকবে। জানা গেছে, এই মোবাইলও সস্তায় কেন যাবে। মোবাইলের দাম রাখা হয়েছে ২,৫৯৯ টাকা। এটি বর্তমানে জিও মার্ট-এ পাওয়া যাচ্ছে। বর্তমানে দুটি রংয়ে উপলব্ধ রয়েছে এই মোবাইল।