পরিবহন হল মানুষের জীবনের এক অপরিহার্য কাজ। আর সেই পরিবহনের জন্য এখন দু’চাকার বাইক মানুষের জীবনে এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাইকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাস্তায় কিন্তু বাইকের চলাচল কমেনি মোটেও। কেউ যেমন বড় চাকার বাইক চালাতে স্বচ্ছন্দ, তেমনই আবার কেউ ছোট চাকার স্কুটি চালাতে পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে তো স্কুটারের বিকল্প নেই। কিন্তু অনেকেই আবার বাইক চালাতেই স্বচ্ছন্দবোধ করেন।
কিন্তু ভারতের বাজারে বছরের পর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোলের দাম। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বাইকের দামও। আজ থেকে কয়েকবছর আগে অব্দি পঞ্চাশ হাজার দামে বাইক পাওয়া গেলেও আজ প্রায় সমস্ত বাইকের দাম ছুঁয়েছে এক লক্ষের গন্ডি। কারণ পেট্রোল ইঞ্জিনের বাইকের দাম বাড়ছে বাজারে। তবে এবার এইসব সমস্যার সমাধান করতে বাজারে ধামাকা করতে চলেছে টিভিএস। দীর্ঘদিন ধরেই নানা বাজেটের বাইক লঞ্চ করে ক্রেতাদের মন ভরেছে এই কোম্পানি। আর এবারেও তেমন কিছু করতে চলেছে।
জানা যাচ্ছে, এবার পেট্রোল ইঞ্জিন বা ইলেকট্রিক ইঞ্জিন নয়, এবার ইথানল ইঞ্জিনের বাইক লঞ্চ করতে চলেছে এই বাইক নির্মাতা সংস্থা। জানা গেছে, প্রথমবার সফলভাবে এই বাইক লঞ্চ করবে টিভিএস। আর এই মডেলটি বাইক প্রেমীদের মন জয় করতে চলেছে। সঙ্গে এই বাইক চালাতেও খরচ কম হবে। তাই এই বাইক বাজারে এলে যে এক বড়সড় ধামাকা করবে, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ হল এই বাইক চালানোর খরচের বিষয়টি। বাইকটির নাম হল TVS Rider 125।
জানা গেছে, এই বাইকে ১২৪.৮ সিসি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন মিলবে, যা ১৫ শতাংশ পেট্রোলের সাথে ৮৫ শতাংশ ইথানলের মিশ্রনে চলবে। এই বাইকটি সেই কারণে ৭৫০০ আরপিএম গতিতে ১১.২ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে ১১.২ এনএম টর্ক উৎপন্ন হবে। এই বাইকে দেওয়া আছে ফাইভ স্টেপ গিয়ার বক্স। বাইকের সামনের চাকায় ডিস্ক ও পেছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এছাড়াও এই বাইকে ১৭ ইঞ্চি হুইল এবং সেকশন রিয়ার টায়ার মিলবে। পাশাপাশি, এই বাইকে ছিল ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অল রাউন্ড এলইডি ইলুমিনেশন, অপশনাল ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার্স। তবে বাইকের দাম নিয়ে এখনো কিছু জানা যায়নি।