প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

SBI Recruitment: কয়েকদিনের মধ্যেই রয়েছে ব্যাঙ্কের এই পরীক্ষা, কিভাবে প্রস্তুত করবেন নিজেকে!

ভারতের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও বেশ জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও বেশ জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। তাই অনেকেরই এমন দীর্ঘমেয়াদি এবং সুরক্ষিত রিটার্নের একমাত্র ঠিকানা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই কারণেই অনেকে এই স্টেট ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন। সেই মোতাবেক অনেক যুবক ও যুবতী এই চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গত বছর স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদের জন্য যেসব আবেদনকারীরা আবেদন করেছিলেন, তাদের সামনেই রয়েছে পরীক্ষা। কারণ স্টেট ব্যাঙ্কের গ্রুপ-সি পদের জন্য নিয়োগের পরীক্ষা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। যারা ক্লার্কের পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, তারা মেইন পরীক্ষা দেবেন আগামী ২৫ শে ফেব্রুয়ারি। কিন্তু এই মেইন পরীক্ষা পাশ করা মুখের কথা নয়। কারণ এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। তাই এমন প্রার্থীদের জন্য রইল কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলি এই শেষ সময়ের প্রস্তুতিতে তাদের কাজে লাগতে পারে।

স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদের জন্য মেইন পরীক্ষায় চারটি মূল বিভাগ রয়েছে। সেগুলি হল- জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং, কোয়ানটিটিভ এপটিটিউড এবং জেনারেল এওয়ারনেস। এবার দেখে নিন কোন বিভাগে কত নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে জেনারেল ইংলিশ বিভাগে ৫০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। লজিক্যাল রিজনিং বিভাগে ৫০ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এছাড়াও কোয়ানটিটিভ এপটিটিউড বিভাগে থাকবে ৫০ নম্বরের প্রশ্ন এবং জেনারেল এওয়ারনেস বিভাগেও ৫০ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। সর্বমোট ২০০ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এই সব উত্তর লেখার জন্য প্রার্থীরা সময় পাবেন ২ ঘন্টা ৪০ মিনিট।

শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি সম্পন্ন করবেন এই পরীক্ষার জন্য? নিয়মিত মৌলিক ধারণাগুলি পর্যালোচনা এবং শক্তিশালী করা দরকার। এছাড়াও বিভিন্ন স্টাডি মেটিরিয়ালের উপর ফোকাস করে প্রতিদিনের পড়ার ক্রিয়াকলাপে নিযুক্ত হতে হবে।নিজের দুর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করতে হবে এবং সেগুলিকে উন্নত করতে পূর্ববর্তী মক পরীক্ষাগুলি বিশ্লেষণ করতে হবে। এছাড়াও নিয়ম করে সংবাদপত্র, উপন্যাস এবং অন্যান্য সাহিত্য পড়ার মাধ্যমে শব্দভান্ডার প্রসারিত করতে হবে। সমস্ত বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য মক টেস্ট সহ নিয়মিত অনুশীলন সেশন অন্তর্ভুক্ত করতে হবে। এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে গতি এবং নির্ভুলতা বাড়াতে হবে।