ভারতের বুকে সবথেকে বড় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। সেই কারণেই অনেকে এই রেলে চাকরির স্বপ্ন দেখেন। আর দেশের লক্ষ লক্ষ এমন যুবক ও যুবতীর স্বপ্নপূরণ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB দ্বারা প্রতি বছর বিভিন্ন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ গ্রুপ-ডি পদের জন্য লক্ষ লক্ষ আবেদনপত্র জমা পড়ে। তারপর সব যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
জানা গেছে, শীঘ্রই ২০২৪ সালের গ্রুপ-ডি পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ভারতীয় রেল। আর এবার এর জন্য লক্ষাধিক শূন্যপদ তৈরি হতে পারে। রেলওয়ে রিক্রুটমেন্ট বিরদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এবার রেলের গ্রুপ ডি-এর জন্য মোট ১,০৩,৭৬৯ টি শূন্যপদ থাকতে পারে। সেই সমস্ত প্রার্থী যারা সংশ্লিষ্ট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা শারীরিকভাবে সুস্থ তারা অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু কোন মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে? এই বিষয়ে জানা যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্যালেন্ডার দেখলেই।
সূত্রের খবর, গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য RRB অনলাইন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ শুরু করতে পারে চলতি বছরের অক্টোবর মাস। এই মাস থেকেই অনলাইন আবেদন শুরু হবে৷ এই মাসেই জমা দিতে হবে আবেদনের ফি। নভেম্বর অবধি করা যাবে আবেদন। তবে সঠিক কোনো তারিখ এখনো সামনে আসেনি। অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে, কর্তৃপক্ষ কর্তৃক লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে। তবে এই পদে নিয়োগের পর রেলের সমস্ত সুযোগ সুবিধা সহ শুরুতেই ১৯,৯০০ টাকার মাসিক বেতন পাবেন কর্মীরা।
কিন্তু আবেদন প্রক্রিয়া শুরুর পর কিভাবে আবেদন করবেন এই পদের জন্য? এর জন্য প্রথমেই গ্রুপ ডি বিজ্ঞপ্তি যোগ্যতার মানদণ্ড যাচাই করুন। তারপর indianrailways.gov.in RRB -এই লিঙ্কে ঢুকতে হবে। প্রথমেই করতে হবে রেজিস্ট্রেশন। তারপর ফরম ফিলাপ করতে হবে। এরপর সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সব শেষে আবেদন ফি জমা দিতে হবে। এক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের এবং মহিলাদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা। ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে শ্রেণী অনুযায়ী বয়সের ছাড় মিলবে।