আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। আবার উৎসবের মরশুম এলে তো নতুন মোবাইল কেনার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন একটি মোবাইলকে নিয়ে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের ঝকঝকে ক্যামেরা মিলবে। মোবাইলটি আপনি কিনতে পারবেন ১০ হাজার টাকারও কম দামে।
এই প্রতিবেদনে আমরা কথা বলবো রিয়েলমি কোম্পানির Realme C53 মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব বাজেট সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে মিলবে ৬.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৬ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ, ইউনিসোক টাইগার টি-৬১২ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সহ নানা উন্নতমানের ফিচার্স।
তবে এই মোবাইলের সবথেকে আকর্ষণীয় ফিচার্স হল এর ক্যামেরা। এতে আপনি ১০৮ মেগাপিক্সেলের রিয়ার প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। পাশাপাশি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। বর্তমানে এই স্মার্টফোনটি ই-কমার্স সাইটে বিরাট ছাড়ে কিনতে পারবেন। কারণ এখন এই মোবাইলে ৩০ শতাংশ ছাড় মিলছে। সেই সঙ্গে বিভিন্ন ক্রেডিট কার্ডের অফার রয়েছে মোবাইলটির উপর। সর্বসাকুল্যে, মোবাইলটি বর্তমানে আপনি কিনতে পারবেন মাত্র ৮,৯৯৯ টাকায়।