প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Train Ticket: টিকিট কনফার্ম হলেই কাটবে টাকা, যাত্রীদের জন্য বিরাট ব্যবস্থা চালু করল IRCTC

স্বাধীনতার আগে থেকেই ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

স্বাধীনতার আগে থেকেই ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল দেশে রেল ব্যবস্থা চালু রয়েছে বছরের সবকটি দিনই।

ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে। সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস ট্রেন, তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায়, যা বিলাসবহুল হয় এবং সেগুলি একটি বিশেষ রুটেই চলে। তবে মূলত এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে দূরের গন্তব্যে যাওয়ার জন্য আগের থেকে টিকিট বুকিং করতে হয়। কিন্তু অনেকসময় কিছু স্টেশনে যাওয়ার জন্য টিকিট পাওয়াই যায় না। আবার টিকিট পাওয়া গেলেও টিকিট ওয়েটিংয়ে থাকে। এক্ষেত্রে মনে রাখবেন যে যদি আপনাকে ওয়েটিং টিকেট জারি করা হয় তবে আপনার সিট পাওয়া যাবে না।

আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ট্রেনের বুকিং লিস্টে থাকা যাত্রীদের নাম যাদের স্ট্যাটাস কনফার্মড বা চার্ট তৈরির পরে আরএসি চার্টে উপস্থিত হবে এবং তাদের যাত্রা শুরু করতে পারবে। কিন্তু সাধারণভাবে টিকিট কাটা হলে টিকিট কনফার্ম না হলেও টিকিটের টাকা কেটে নেওয়া হয়। পরবর্তীতে টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত পাওয়া যায়। তবে এই সমস্যা থেকে যাত্রীদের মুক্তি দিতে বিরাট সুবিধা চালু করেছে আইআরসিটিসি। এর মাধ্যমে যাত্রীদের টিকিট পিএনআর তৈরি হওয়ার পরই টিকিটের টাকা দিতে হয়। আর এই ব্যবস্থাটি হল অটো-পে। এটি ইউপিআই কিংবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে করা যায়।

কিন্তু কিভাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন? এটি ব্যবহার করা খুবই সহজ। এর জন্য প্রথমেই আপনাকে মোবাইল বা ল্যাপটপ থেকে আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা এপ্লিকেশনে যেতে হবে। সেখানে আপনার যাত্রাপথের বিস্তারিত দিতে হবে। এবার যাত্রীর বিবরণ দিতে হবে। তারপর পেমেন্ট গেটওয়ের কাছে আপনি দেখতে পাবেন ‘অটো-পে’ অপশনটি। এই অপশনে ক্লিক করলেই আপনার অটো-পে সেটআপ করা যাবে। এক্ষেত্রে ইউপিআই কিংবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে সেটআপ করা যায়। টিকিট কনফার্ম হওয়ার পরই সেখান থেকে টাকা কাটা হবে।