প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Sasthyasathi: হাসপাতালে ভর্তির পরেও করা যাবে আবেদন, স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন

ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মমতা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে চালু হয়েছে একাধিক প্রকল্পের। আর…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মমতা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে চালু হয়েছে একাধিক প্রকল্পের। আর এই প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষজন। এখনো অনেক প্রকল্পের মাধ্যমে রাজ্যের নানা ধরণের মানুষদের উন্নীত করতে সাহায্য করেছে রাজ্য সরকার। বলা বাহুল্য, এইসব প্রকল্পের রূপায়ণের মাধ্যমেই রাজ্যের উন্নয়নে এক বড় ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার।

বর্তমানে রাজ্যে ৫০ টির বেশি প্রকল্প চালু রয়েছে। রূপশ্রী, যুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু সহ অনেক প্রকল্প চালু রয়েছে রাজ্যে। এছাড়াও রাজ্যের আর সব প্রকল্পের মধ্যে কন্যাশ্রী হল একটি সর্বজনবিদিত প্রকল্প। এসবের পাশাপাশি রাজ্যবাসীকে স্বাস্থ্য বীমার সুবিধা দিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের রূপায়ন ঘটানো হয় রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু রোগের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অস্ত্রোপচারের সুবিধাও পাওয়া যায়। এই প্রকল্পের মাধ্যমে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন রাজ্যবাসী।

আর এবার এই প্রকল্প নিয়ে বড় আপডেট এসে গেল। কারণ এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো চিন্তার কিছু নেই। এবার থেকে হাসপাতালে রোগীকে ভর্তি করার পরেও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করা যাবে। আর শহরবাসীকে এই দুর্দান্ত সুবিধা দিতে চলেছে কলকাতা পুরো নিগম। জানা গেছে, এবার থেকে মুমূর্ষু রোগীর আপদকালীন বিপদের সময় তাকে এই স্বাস্থ্যসাথী কার্ডের শ্বিধা দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। এই জন্য, রোগীকে ভর্তির পর তার সমস্ত নথি নিয়ে সমাজকল্যাণ দফতরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কিন্তু কিভাবে আবেদন করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য? এর জন্য প্রথমেই রোগীর হাসপাতালে ভর্তির স্লিপ ও তার আধার কার্ড সঙ্গে রাখতে হবে। এবার সেটিকে নিয়ে যেতে হবে পৌরসভার সমাজকল্যাণ দফতরে। এবার তার সঙ্গে যাদের কার্ড সংযুক্তিকরণ হবে, তাদের নথিও জমা দিতে হবে। এবার ওই সরকারি দফতরে গিয়ে একটি ফরম পূরণ করতে হবে। সেই ফর্মের সঙ্গে সব নথি জমা দেওয়া হলে এক সপ্তাহের মধ্যেই বাড়িতে এসে যাবে স্বাস্থ্যসাথী কার্ড।