প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Pension: আগস্ট থেকেই মাসে ১১ হাজার টাকা পেনশন, কারা পাবেন এই সুবিধা!

কর্মজীবনের পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরেও আসে বার্ধক্যজনিত ক্লান্তির ছাপ। সেই সময় কাজের বিষয়ে আর সক্রিয়তা থাকেনা। এই বয়সটিকে অনেকেই অবসর জীবন বলে থাকেন। এই অবসর জীবনে এসে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কর্মজীবনের পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরেও আসে বার্ধক্যজনিত ক্লান্তির ছাপ। সেই সময় কাজের বিষয়ে আর সক্রিয়তা থাকেনা। এই বয়সটিকে অনেকেই অবসর জীবন বলে থাকেন। এই অবসর জীবনে এসে সিংহভাগ মানুষের উপার্জন প্রায় বন্ধ হয়ে যায়। তখন ছেলে বা মেয়ের উপর নির্ভরশীল হওয়া ছাড়া আর উপায় থাকে না। কারণ তখনো তো আর খরচ থেমে থাকে না। তবে সেটি যাতে না হতে হয়, সেজন্যই রয়েছে পেনশন ব্যবস্থা।

বিগত দশক অবধি দেশের সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর পেনশন দেওয়া হত। বিভিন্ন বেসরকারি ক্ষেত্রেও বিষয়টি চালু ছিল। তবে এখন এই পুরানো পেনশন ব্যবস্থা অতীত হয়েছে দেশ থেকে। যেই কারণেই পেনশন নিয়ে একটা অসন্তোষ থেকেই গেছে দেশজুড়ে। এখনো অনেক রাজ্যে পুরানো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে হচ্ছে আন্দোলন। অনেক রাজ্যে আবার পুরানো পেনশন ব্যবস্থার মতো কিছু নিয়মনীতি চালু করা হয়েছে। তবে এবার এক রাজ্য সরকারের ঘোষণায় এসেছে খুশির খবর।

বিগত কয়েকমাস ধরেই পঞ্জাব রাজ্যে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের পেনশন বাড়ানো নিয়ে একটা জল্পনা চলছিল। এই মর্মে মুক্তিযোদ্ধা কল্যাণ অধি দফতর বারবার রাজ্য সরকারের অর্থ দফতরে এই মর্মে আবেদন জমা দিয়েছেন। তবে এবার পঞ্জাব রাজ্যের সরকার এই বিষয়ে পেনশন বাড়ানোর সিদ্ধান্তে গ্রীন সিগন্যাল দিয়েছে। এর ফলে এইসব পেনশন যারা পেয়ে থাকেন, তাদের হাতে আসতে চলেছে ১১ হাজার টাকা। আর এই বৃদ্ধি খুব শীঘ্রই লাগু হবে বলে জানা গেছে পঞ্জাব রাজ্যের অর্থমন্ত্রকের তরফে।

সম্প্রতি, পঞ্জাব রাজ্যের আর্থিক বাজেটে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের অর্থ, পরিকল্পনা, আবগারি ও কর মন্ত্রী হরপাল সিং চিমা নিজে বাজেটে বিষয়টি নিয়ে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে এর ফলে ৫৪৫ জন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার বিধবা কিংবা তাদের অবিবাহিত বেকার সন্তানরা দ্বার থেকে মাসিক ১১ হাজার টাকা পেনশন পাবেন। গত বছরের আগস্ট মাস থেকে এটি কার্যকরী করা হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মুক্তিযোদ্ধাদের পেনশন বাড়িয়েছে পঞ্জাব রাজ্যের সরকার।