ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
কিন্তু মোবাইল না ভুললেও মোবাইলের চার্জার ভুলে যাওয়ার অভ্যেস অনেকেরই রয়েছে। বিভিন্ন সময় বাইরে বেরোনোর আগে তাড়াহুড়োর তো কিছু খুচরো জিনিস ভুলেই যাই আমরা। আর এমনটা হলে কিন্তু আগেকার দিনে ব্যাপক সমস্যা হত। কারণ আগে সব কিপেড মোবাইলের চার্জার একইরকম হত না। তাই চার্জার ভুলে গেলে মোবাইল চার্জ দেওয়া একপ্রকার সমস্যার বিষয় হয়ে দাঁড়াতো। কিন্তু এখন ইউনিভার্সাল চার্জার বেরিয়ে এই সমস্যা অনেকটাই মিটেছে। কিন্তু তার পরেও শুধুমাত্র চার্জ দেওয়ার ভুলের জন্য মোবাইলের ব্যাটারির সর্বনাশ হয়। তাই চার্জ দেওয়ার সঠিক নিয়ম জেনে তবেই চার্জ দেওয়া উচিত।
মোবাইল চার্জ দেওয়ার সময় কয়েকটি বিষয়কে মনে রাখতেই হবে। তার মধ্যে অন্যতম হল মোবাইল কখন চার্জ দিচ্ছেন। এক্ষেত্রে টেক বিশেষজ্ঞরা বলে থাকেন যে মোবাইলের কখনোই সম্পূর্ন ড্রেন করে চার্জ দেওয়া উচিত নয়। এক্ষেত্রে মোবাইল চার্জ দেওয়ার সবথেকে ভালো সময় সেটিই, যখন মোবাইলের চার্জ ২০ শতাংশের বেশি থাকে। এছাড়াও মোবাইল ১০০ শতাংশ চার্জ দেওয়াটাও ভালো নয়। তাই ৯০ শতাংশ চার্জ হলে চার্জ খুলে দিন। তবে ওভার চার্জের সমস্যা আজকাল কোনো মোবাইলে হয়না। তাই এটি নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই।
তবে অন্য কোম্পানির চার্জারে দীর্ঘদিন মোবাইল চার্জ দিলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় মোবাইলের ব্যাটারি। এতে ব্যাটারির ধারণ ক্ষমতা কমে যায় অনেকাংশে। এছাড়াও এমনটা করা হলে মোবাইল ফেটে বিস্ফোরণ ঘটতেও পারে। তবে মোবাইল চার্জারের কোম্পানি নয়, চার্জ দেওয়ার আগে তার ওয়াট দেখে নিন। সেটি যদি আপনার মোবাইল সাপোর্ট করে, তবেই সেই চার্জারে চার্জ দিন। নয়তো জেনে বুঝে মোবাইলের ক্ষতি ডেকে আনবেন না।