প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ramayan: রণবীরের ‘রামায়ণ’-এ সুর্পনখার চরিত্রে সুন্দরী অভিনেত্রী, সামনে এল বড় নাম

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসে। এখন সেখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার রাম ভক্ত। ভগবান রামের প্রতি ভারতবর্ষের মানুষের এই ভক্তি ও ভালোবাসা যেন চিরন্তন। সেই কারণেই ভগবান…

Published By: Debaprasad Mukherjee | Published On:

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসে। এখন সেখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার রাম ভক্ত। ভগবান রামের প্রতি ভারতবর্ষের মানুষের এই ভক্তি ও ভালোবাসা যেন চিরন্তন। সেই কারণেই ভগবান রামের কথা উল্লিখিত রামায়ণ’কে মহাকাব্য ও পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয় এই দেশে। সেই কারণেই রামের সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছু খবর আগুনের মক্ত ছড়িয়ে পড়ে গোটা দেশে। যেভাবে এখন দেশজুড়ে চর্চা চলছে আসন্ন ‘রামায়ণ’ সিনেমাকে নিয়ে। এই সিনেমার বিভিন্ন চরিত্রে কারা কারা অভিনয় করবেন, সেই নিয়েও নেট দুনিয়ায় জল্পনা তুঙ্গে।

বলিউডের বিখ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি পরিচালনা করছেন এই ছবির। ইতিমধ্যে ‘রামায়ণে’ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে। জানা গেছে, চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং। কিন্তু এখনো এই ছবির সম্পুর্ন কাস্টিং সামনে আনেন নি পরিচালক। যদিও এমনটা বহুদিন ধরেই শোনা যাচ্ছে যে অভিনেতা রণবীর কাপুরকে এই ছবিতে দেখা যাবে রামের ভূমিকায়। বাকি চরিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের নাম নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। যদিও প্রভাসের ‘আদিপুরুষ’ চরম ব্যর্থ হওয়ার পর এই সিনেমার কাস্টিং সহ বিভিন্ন দিকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে খবর।

আর এবার এই ছবির কাস্টিং নিয়ে আরো একটি নাম সামনে এল। জানা গেছে, রামায়ণের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। কিন্তু কোন চরিত্রে অভিনয় করবেন তিনি? শোনা গেছে, রাবনের বোন অর্থাৎ সুর্পনখার চরিত্রে অভিনয় করবেন তিনি। এই চরিত্রটি রামায়ণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তবে সেদিকে এখন বিশেষ ধ্যান দিতে চাইছেন না অভিনেত্রী। কারণ সামনেই তার বিয়ে। আগামী ২২ শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তিনি। জানা গেছে, অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানীর সঙ্গে বিয়ে হচ্ছে অভিনেত্রীর।

প্রসঙ্গত, নীতিশ তিওয়ারির আসন্ন ছবি ‘রামায়ণ’কে ঘিরে দেশজুড়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এই সিনেমা বেরোলে ভগবান রামের ভক্তির সুনামি যে হলে হলে আছড়ে পড়বে, তাও আন্দাজ করা যাচ্ছে। এই সিনেমায় রামের চরিত্রে যেমন দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে, তেমনই রাবনের চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা যশকে। এছাড়াও সীতা চরিত্র প্রসঙ্গে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নাম সামনে এলেও এখন জানা যাচ্ছে যে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে দেখা যেতে পারে। এছাড়াও হনুমানের চরিত্রে দেখা যেতে পারে সানি দেওলকে। দশরথের চরিত্রে অমিতাভ বচ্চনের নামটিও সামনে এসেছে সম্প্রতি।