শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর এই অবস্থায় বেকার যুবক ও যুবতীদের রয়েছে এক দুর্দান্ত সুখবর।
সম্প্রতি, মাল্টি-টাস্কিং স্টাফের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। নিয়োগের পর এইসব পদের কর্মীরা লেভেল ওয়ান কর্মী হিসেবে মাসিক বেতন পাবেন। একইসঙ্গে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এইসব পদে। বাড়িতে বসে অনলাইনে আবেদনের সুযোগ থাকছে। এখন একনজরে দেখে নিন এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত কিছু তথ্য।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫৬৭ শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত কেরানীর পদে নিয়োগ হবে। দিল্লির বিভিন্ন সরকারি দফতরে চাকরির সুযোগ রয়েছে এই শূন্যপদে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হল ০৩/২০২৪।
◆ শিক্ষাগত যোগ্যতা: এটি একটি গ্রুপ-সি পদের নিয়োগের বিজ্ঞপরি। সেই কারণে এই পদে আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস যোগ্যতায় আবেদন করা যাবে। একইসঙ্গে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে আবেদনকারীর। টাইপিংয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলতে পারে।
◆ বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ সালের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ভারচুয়াল ফরম পূরণ করে আবেদন করতে হবে। অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। বাকিদের জন্য আবেদন মূল্য দিতে হবেনা। আবেদন করা যাবে ৮ মার্চ, ২০২৪ অবধি।
◆ নিয়োগ পদ্ধতি: এই ওদের নিয়োগের আগের নেওয়া হবে লিখিত পরীক্ষা। তারপর ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের পর ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে।