প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

5G Mobiles: দশ হাজার টাকার মধ্যে 5G মোবাইল খুঁজছেন! রইল ৪ টি দুর্দান্ত বিকল্প

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন। একের পর এক জেনারেশন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলি নিজেদের নিত্যনতুন পরিকল্পনা চালু করেছে। সম্প্রতি কয়েকমাস আগেই সারাদেশে চালু হয়েছে 5G পরিষেবা। টেলিকম পরিষেবার পঞ্চম জেনারেশনে ইন্টারনেট হয়েছে আরো বেশি দ্রুতগতির। আর সেই দ্রুততার সঙ্গে টক্কর দিতে লেগে পড়েছে মানুষ।

এখন প্রায় সব মোবাইল নির্মাতা কোম্পানিগুলি 5G কানেক্টিভিটি যুক্ত মোবাইল লঞ্চ করার দিকে বেশি নজর রাখছে। কারণ দিন দিন যেভাবে এই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে, তাতে করে এখন বাজারে বাজেট সেগমেন্টের মধ্যে তুলনামূলক কম 5G মোবাইল উপলব্ধ রয়েছে। তবে এই নিবন্ধে আপনাদের সন্ধান দেবো এমন চারটি 5G মোবাইলের, যা কিনতে হলে ১০ হাজার টাকার কাছাকাছি খরচ হবে অপনার। দেখে নিন এইসব মোবাইল সম্পর্কে।

● Realme C53 5G: সস্তার 5G মোবাইলের তালিকায় এটি অন্যতম। এই মোবাইলে মিলবে ৬,৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের সুপারফাস্ট প্রসেসর, এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের স্লেফি ক্যামেরা ওয়াবেন এই মোবাইলে। বর্তমানে এই মোবাইলের দাম রয়েছে ১০,৯৯৯ টাকা।

● Poco M6 Pro 5G: কম দামে সবথেকে সেরা 5G মোবাইল হল এটি। তার কারণ এর স্পেসিফিকেশন। এই মোবাইলে পেয়ে যাবেন ৬.৭৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ফর জেন টু ফাইভ-জি প্রসেসর, এন্ড্রোয়েড-১৩ ওএস, ৫০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বর্তমানে এই মোবাইলের দাম রয়েছে ১০,৯৯৯ টাকা।

● Redmi 13C 5G: যারা রেডমি কোম্পানির সস্তার 5G মোবাইল খুঁজছেন, এটি তাদের জন্য একটি দারুন বিকল্প। এই মোবাইলে রয়েছে ৬,৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি-৮৫ প্রসেসর, ৮ জিবি ব়্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল ব়্যাম, ৫০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি রিয়ার লেন্স। বর্তমানে এই মোবাইলের দাম রয়েছে ১১,০২৯ টাকা।

● Lava Blaze 2 5G: ভারতীয় কোম্পানি লাভ এখন বাজারে এই দুর্দান্ত 5G মোবাইলটি লঞ্চ করেছে। এই মোবাইলে আপনি পেয়ে যাবেন ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি-৭০০ ফাইভ-জি প্রসেসর, ১ টিবি পর্যন্ত বিশাল স্টোরেজ, এবং ৫ হাজার মিলি এম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারি। বর্তমানে এই মোবাইলের দাম রয়েছে ১০,২২৫ টাকা।