প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Lifestyle: এই চার ঘরোয়া উপায়ে পরিষ্কার করুন স্টিলের বোতল, দূর হবে দুর্গন্ধ

জলের অপর নাম হল জীবন। জল ছাড়া প্রাণী বা উদ্ভিদ, কোনো জীবই বাঁচতে পারেনা। বলা যায়, পৃথিবীতে জলের অস্তিত্ব রয়েছে বলেই প্রানের অস্তিত্ব রয়েছে সমান্তরালে। তাই জীবকূলের সৃষ্টির আসল একটি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

জলের অপর নাম হল জীবন। জল ছাড়া প্রাণী বা উদ্ভিদ, কোনো জীবই বাঁচতে পারেনা। বলা যায়, পৃথিবীতে জলের অস্তিত্ব রয়েছে বলেই প্রানের অস্তিত্ব রয়েছে সমান্তরালে। তাই জীবকূলের সৃষ্টির আসল একটি কারণ কিন্তু এই জল। তাই সুস্থ রহাকতে আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারেরা। প্রতিদিন অন্তত ৪ থেকে ৫ লিটার জল পান করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। নাহলেই শরীরে দেখা দেয় নানান সমস্যা।

আগেকার যুগে মানুষ ধাতব গ্লাসে জল পান করতো। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এই অভ্যাস অভিযোজিত হয়েছে। এখন অনেকেই বোতলে জল পান করে থাকেন। কেউ কেউ যেমন প্লাস্টিক বা ফাইবারের বোতলে জল রেলে তা পান করেন, তেমনই কেউ আবার বাড়িতে ব্যবহার করেন সুদৃশ কাঁচের বোতল, আবার কেউ স্টিলের বোতল থেকেও তেষ্টা নিবারণ করেন। তবে এই বোতল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। নাহলে আবার শরীরে বাসা বাঁধতে পারে অনেক রোগ। একনজরে দেখে নিন কয়েকটি কিভাবে সহজে স্টিলের বোতল পরিস্কার করা যায়।

● গরম জল: স্টিলের বোতল প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার করা উচিত। এর জন্য একটি সহজ উপায় হল গরম জল। ফুটন্ত জল বোতলে ঢেলে তাতে কয়েকফোঁটা ডিশওয়াশ লিকুইড দিয়ে ঝাঁকিয়ে রেখে দিন ১৫ মিনিট। তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে বোতলটি ধুয়ে নিন। প্রতিদিন এটি করতে পারলে বোতল থাকবে পরিষ্কার।

● বেকিং সোডা: রান্নাঘরের একটি সাধারণ উপাদান হল বেকিং সোডা। এই বেকিং সোডা দিয়ে যেকোনো জিনিস পরিষ্কার করা যায়। এক্ষেত্রে স্টিলের বোতলকেও এটি দিয়ে পরিষ্কার করা যায়। তার জন্য এক চামচ বেকিং সোডা বোতলে দিয়ে জল দিয়ে ঝাঁকিয়ে মিনিট পনেরো রেখে দিন। তারপর ধুয়ে নিলেই বোতল পরিষ্কার।

● লেবু ও নুন: স্টিলের বোতলে বেশিদিন জল রাখা হলে সেটি থেকে একটি হালকা দুর্গন্ধ বেরোতে থাকে। এই গন্ধ দূর করতে লেবু একটি অব্যর্থ টোটকা। এর জন্য অর্ধেক পাতিলেবু নিংড়ে নিয়ে তাতে নুন মিশিয়ে সেই মিশ্রণ স্টিলের বোতলে রেখে দিন রাতভর। সকালে বোতল ধুয়ে নিলেই দূর হবে দুর্গন্ধ।

● ভিনিগার: ভিনিগার দিয়েও স্টিলের বোতল পরিস্কার করে যায়। এর জন্য কয়েকফোঁটা ভিনিগার ও জল দিয়ে বোতলটিকে ঘন্টাখানেক রেখে দিতে হবে। তারপর পরিষ্কার জলে বোতলটি ধুয়ে নিলেই সেটি পরিষ্কার হয়ে যাবে। একইসঙ্গে দূর হবে বোতলের দুর্গন্ধ।

Disclaimer: প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। উপরোক্ত কোনো পদ্ধতিতে শতভাগ জীবাণু মুক্তিকরণের দাবি করেনা Hoophaap।