প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Indian Army: সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগ, স্নাতক ডিগ্রি থাকলেই করা যাবে আবেদন

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এখনো কেন্দ্রের বেশ কিছু পদে নিয়মিত নিয়োগ হচ্ছে। আর যেসব পদে নিয়মিত নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল সেনাবাহিনীর নানা বিভাগ, দফতর ও পদে। আর এবার যারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য দারুন সুযোগ এসে গেল। কারণ এবার ইন্ডিয়ান আর্মির অফিসার পদে নিয়োগ করা হবে। আর সেই নিয়োগের জন্য আবেদন করার সময়সীমা প্রায় শেষের মুখে। একনজরে দেখে নিন এই শূন্যপদে আবেদনের বিষয়ে বিস্তারিত।

● শূন্যপদ: এনসিসি স্পেশ্যাল এন্ট্রি হিসেবে ৫৫ টি শূন্যপদে নিয়োগ হবে। অফিসার পদে নিয়োগ হবে। এনসিসি করে থাকা পুরুষ ও মহিলাদের জন্য এই শূন্যপদে আবেদন করা যাবে। এই পদে বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা অবধি।

● যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ মার্কস সহ স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা জউবে। তবে ফাইনাল ইয়ারে থাকা পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। এছাড়াও এই পদে আবেদনের জন্য লেভেল-সি এনসিসি করে থাকতে হবে। ভারত, ভুটান, নেপাল ও তিব্বতী শরণার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। তবে পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, জাম্বিয়া, মালাউই, জায়ার, ইথিওপিয়া এবং ভিয়েতনাম থেকে ভারতে আসা ভারতীয় বংশোদ্ভূতরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই পদের জন্য তারাই বিবেচিত হবে যাদের জন্ম তারিখ ১৯৯৯ সালের ২ জুলাই থেকে ২০০৫ সালের ২ জুলাইয়ের মধ্যে।

● আবেদন পদ্ধতি: অনলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে। এর জ য় প্রথমেই ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in-এ যেতে হবে। এবার সেখানে গিয়ে ‘অফিসার এন্ট্রি অ্যাপ্লাই/লগইন’-এ ক্লিক করে ‘রেজিস্ট্রেশন’ করতে হবে। রেজিস্ট্রেশনের পর ড্যাশবোর্ডের নিচে ‘অনলাইনে আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, যোগাযোগের বিশদ, শিক্ষার বিবরণ, এবং পূর্ববর্তী SSB-এর বিবরণ নির্ভুলভাবে টাইপ করতে হবে। এরপর ‘Submit Now’ অপশনে ক্লিক করলেই আবেদন সম্পুর্ন হবে। আবেদনের শেষ তারিখ ৮ ই মার্চ, ২০২৪।