প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Recruitment: মহিলাদের জন্য জেলাশাসকের দফতরে শূন্যপদ, স্নাতক পাশ করলে আবেদন করুন এই উপায়ে

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে অনেকেই নানা খুচরো কাজে নিজেদের নিয়োজিত করছেন। এর মাঝে আবার অনেক ক্ষুদ্র সংস্থা তাদের আশার আলো দেখাচ্ছে। আর এবার এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্যের একটি জেলা প্রশাসকের কার্যালয়। এবার মহিলাদের জন্য চাকরির খবর প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি সামনে এনেছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সম্প্রতি, জেলার ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জেলাশাসকের কার্যালয়ে ওয়ান স্টপ সেন্টারে কেস ওয়ার্কার পদে নিয়োগ ককরে হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১ টি শূন্যপদে পদে নিয়োগ করা হবে। আর এইসব পদের জন্য অবিবাহিতা বা বিবাহিতা বা ডিভোর্সি বা বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। মোদ্দা কথা, এই শূন্যপদ শুধুমাত্র মহিলাদের জন্য এই পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাশ যোগ্যতাতেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও মহিলাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি, আবেদনকারীকে বাংলা ও ইংরেজি লিখতে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিসে পারদর্শি হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পারদর্শিতা ও ইন্টারভিউয়ের পারফরম্যান্স অনুযায়ী হবে এই পদের নিয়োগ। এইসব পদের জন্য যোগ্য রাজ্যের যেকোনো জেলায় মহিলা আবেদন করতে পারবেন। তবে পশ্চিম মেদিনীপুর জেলার মহিলারা অগ্রাধিকার পাবেন। এই পদটি অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ হিসেবে তৈরি হয়েছে। এক বছরের জন্য চাকরির সুযোগ রয়েছে এক্ষেত্রে। মাসিক ১৫ হাজার টাকা বেতন মিলবে এই পদে। অফলাইনে করতে হবে আবেদনকারীকে। আবেদনপত্র জমা নেওয়া হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ অবধি।