ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছেন রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বিশ্বের ধনকুবেরদের তালিকাতেও প্রথম দেশে থাকে এই শিল্পপতির নাম। অন্যদিকে মুকেশপত্নী নীতা আম্বানির (Nita Ambani) সম্পত্তির পরিমানও নেহাত কম নয়। আইপিএল-এর দলের মালিকানা থেকে অন্যান্য ব্যবসায় শেয়ার, নীতা আম্বানিও সম্পত্তির নিরিখে রয়েছেন বেশ উঁচু স্থানেই। তার নামেও বিশ্বের নানা প্রান্তে নানা ব্যবসা রয়েছে। আর এই সবটাই আম্বানি পরিবারের অন্দরমহল থেকেই পরিচালিত হয়।
তবে শুনলে অবাক হবেন যে এই আম্বানি দম্পতির রয়েছে স্কুল ব্যবসাও। মুম্বইয়ে তাদের একটি স্কুল রয়েছে, যা ইতিমধ্যে বিখ্যাত গোটা দেশে। ২০০২ সালে শুরু হয় এই স্কুলের যাত্রাপথ, যা এখনো অবধি সগৌরবে চালিয়ে আসছে আম্বানি পরিবার। এই স্কুলের ভাইস চেয়ারপার্সন পদে রয়েছেন ইশা আম্বানি। জানা গেছে, কিন্ডারগার্টেন স্টেজ থেকে গ্রেড টুয়েলভ অবধি লেখাপড়া এখানে হয়। এছাড়াও স্কুলে দেওয়া হয় আন্তর্জাতিক মানের শিক্ষা। এছাড়াও এই স্কুলে একাধিক বোর্ডের আওতায় পড়াশুনা হয়। জানা গেছে, এই স্কুলে যেমন রয়েছে ICSE বোর্ডের অনুমোদন, তেমনই রয়েছে IGCSE বোর্ডের অনুমোদনও।
তবে এই স্কুল এক অন্য কারণে এতটা বিখ্যাত। কারণ এই স্কুলে যারা পড়ে, তারা জন্মলগ্ন থেকেই বিখ্যাত। বি-টাউনের বিখ্যাত সব তারকাদের সন্তানরা এই স্কুলে পড়েন। জানা গেছে, এই স্কুলে পড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। এছাড়াও শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান ও সুহানা খান এই স্কুলেই থেকেই পড়াশোনা করেছেন। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে কারিশমা কাপুরের সন্তান সামাইরা এবং কিয়ান, সারা আলি খান, তৈমুর খান, হৃতিক রোশনের ছেলে রেহান এবং হৃদান, করণ জোহরের সন্তান যশ ও রুহি।
কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই স্কুলে পড়াতে কত টাকা ঢালতে হয় অভিভাবকদের। কারণ যে স্কুলে এমন স্টারকিডরা পড়াশুনা করে, সেই স্কুলের খরচ তো হবে বেশ ভালোরকম। জানা গেছে, এই স্কুলে কিন্ডারগার্টেন অর্থাৎ এলকেজি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য পড়ুয়া পিছু বার্ষিক ফি ১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও চতুর্থ থেকে একাদশ শ্রেণীর বাচ্চাদের জন্য বার্ষিক ফি ৪ থেকে ১২ লক্ষ টাকা। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে এখানে মেধাবীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই সব স্তরের পড়ুয়াদের এই স্কুলে পড়ার সুযোগ দেওয়া হয়।