শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর এই অবস্থায় বেকার যুবক ও যুবতীদের সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে একগুচ্ছ পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। এখন একনজরে দেখে নিন যে কোন কোন দফতরে আসন্ন সময়ে নিয়োগ করতে পারে মমতা সরকার।
নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের একাধিক দফতরের শূন্যপদে নিয়োগ হবে খুব শীঘ্রই। আর এই নিয়োগ হতে চলেছে প্রায় এক হাজারের বেশি শূন্যপদে। সূত্রের খবর, প্রায় ১,২০০ শূন্যপদ তৈরি হয়েছে, যেগুলিতে নিয়োগের অনুমোদন মিলেছে ইতিমধ্যে। এই বিষয়ে এখনো তেমনভাবে কোনো বিজ্ঞপ্তি জারি না করা হলেও রাজ্যের শুন্যপদের বিন্যাস দেখে আন্দাজ করা যাচ্ছে যে বিপুল নিয়োগ হতে চলেছে রাজ্যে। আর সেই কারণেই এই খবরটি বেকার যুবক যুবতী সহ এমন শিক্ষিতরা, যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন, তাদের কাছেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু ঠিক কোন দফতরে কত কর্মী নিয়োগ করবে রাজ্য? জানুন।
সূত্রের খবর, সম্প্রতি নবান্নে এই বিষয়ে একটি কার্যকরী কমিটির বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে ছিলেন রাজ্যের মোটামুটি সব গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীরা। জানা গেছে, এই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য, স্বরাষ্ট্র, খাদ্য এবং পুর বিষয়ক দফতরের মন্ত্রীরা। আর সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। জানা গেছে, এই শূন্যপদ প্রকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে এবার একাধিক পদে নিয়োগ করতে পারে রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, একাধিক দফতর মিলিয়ে নানা পদে ১,২০০ নিয়োগ করা হবে শীঘ্রই।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই রাজ্যে প্রায় এক হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে জিডিএমও, সহকারী অধ্যাপক ও মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হয়েছে। এছাড়াও, মেডিকেল টেকনোলজিস্ট পদে সাড়ে পাঁচশো কর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, ফার্মাসিস্ট, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, রিডার, ফুড সেফটি অফিসার সহ মোট ১৫ টি পদের জন্য নিয়োগ করা হয়েছে। আর এবার আরও পদে নিয়োগ করতে চলেছে রাজ্য। তাই সুখবর আনন্দের দিনকে ডেকে আনতে চলেছে রাজ্যের বেকারদের জন্য।