বিশ্বের স্মার্টফোন বাজারে প্রিমিয়াম মোবাইলের মধ্যে অন্যতম হল আইফোন। আজকাল আভিজাত্যের অন্যতম নিদর্শন হল হাতে থাকা আইফোন। এই মোবাইলের নির্মাতা সংস্থা হল অ্যাপল। আর এই অ্যাপলের লোগোতেই আইফোন বাজিমাত করে বাজারে। এর থেকে সস্তায় আরো উন্নতমানের ফিচার্স সমৃদ্ধ মোবাইল পাওয়া গেলেও আইফোনেই চোখ আটকে যায় অনেকেরই। তার কারণ হল এর ব্র্যান্ড ভ্যালু। আন্তর্জাতিক বাজারে এই মোবাইল এতটাই বিখ্যাত হয়ে গেছে যে আজকাল যেকোনো দেশের কোনো বড় নেতা থেকে বড় শিল্পপতি এমনকি অভিনেতা ও অভিনেত্রীদের হাতে দেখা যায় এই মোবাইল। সেই কারণেই প্রিমিয়াম সেগমেন্টে রাজত্ব করছে আইফোন।
তবে আজকাল অনেকেই আইফোন কেনার স্বপ্ন দেখেন। হাতে আধ-খাওয়া আপেলের লোগোযুক্ত মোবাইল নিয়ে বাইরে আভিজাত্যের প্রদর্শন করেন সকলেই। এদিকে প্রতি বছর একটি করে মডেল লঞ্চ করে থাকে। গত বছরের জন্য লঞ্চ হওয়া সবচেয়ে বড় স্মার্টফোনগুলির মধ্যে একটি হতে চলেছে iPhone-15 সিরিজ। প্রতি বছরের মতোই, অ্যাপল গত বছরের সেপ্টেম্বরে নতুন এই ফ্ল্যাগশিপ আইফোন লঞ্চ করেছে। আর ইতিমধ্যে ই-কমার্স ওয়েবসাইট সহ দোকানে উপলব্ধ হয়েছে এই মোবাইল। এখন এই মোবাইল আপনি সস্তায় কিনতে পারবেন। সেটি কিভাবে কিনবেন এবার জেনে নিন।
বর্তমানে ফ্লিপকার্ট আইফোনের এই মডেলের দামের দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে এই মোবাইলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি রয়েছে ৭৯,৯৯০ টাকা। অন্যদিকে আইফোন-১৫-র ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি রয়েছে ৮৯,৯৯০ টাকা। এছাড়াও এই মোবাইলের ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি রয়েছে ১,০৯,৯৯০ টাকা। বর্তমানে আপনি যদি ফ্লিপকার্ট থেকে এই মোবাইল কেনেন, তাহলে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ৪,৫০০ টাকার আকর্ষণীয় ছাড়। এছাড়াও বিভিন্ন ক্রেডিট কার্ডের উপর ছাড় পাওয়া যাচ্ছে। সেই কারণেই যায়নি সর্বোচ্চ ছাড়ে এই ১২৮ জিবি ভ্যারিয়েন্টের আইফোন-১৫ মোবাইলটি কিনতে পারবেন মাত্র ৬১,৪৪৯ টাকায়।
তবে এখানেই শেষ নয়, ফ্লিপকার্ট থেকে আইফোন-১৫-এর যেকোনো ভ্যারিয়েন্টের উপর মিলবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট। অর্থাৎ, আপনার পুরানো আইফোন এক্সচেঞ্জ করে আইফোন-১৫ কিনলে পেয়ে যাবেন ৫৪,৯৯০ টাকা পর্যন্ত ছাড়। তবে এই ছাড়ের পরিমান আপনার বর্তমান মোবাইলের অবস্থার উপর নির্ভর করবে। তবে যদি আপনি ভালো অবস্থায় থাকা আইফোন-১৩ এক্সচেঞ্জ করে আইফোন-১৫ কেনেন, তাহলে আপনি ২৬,০০০ টাকা অবধি ছাড় পেতে পারেন। একইভাবে আপনি যদি ভালো অবস্থায় থাকা আইফোন-১৪ এক্সচেঞ্জ করে আইফোন-১৫ কেনেন, সেক্ষেত্রে আপনি ৩০,০০০ টাকার কাছাকাছি ছাড় পেয়ে যাবেন।