বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সম্প্রতি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০,২৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। একইসঙ্গে অফিসার (ক্রেডিট), ম্যানেজার (ফরেক্স, সাইবার সিকিউরিটি) এবং সিনিয়র ম্যানেজার (সাইবার সিকিউরিটি) পদে নিয়োগ করা হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই সব আলাদা আলাদা পদে আবেদনের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। অফিসার (ক্রেডিট) পদে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট-এর ডিগ্রি থাকতে হবে। ম্যানেজার (ফরেক্স সাইবার সিকিউরিটি) পদের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। ম্যানেজার (সাইবার সিকিউরিটি) পদে আবেদনের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিটেক অথবা বিই ডিগ্রি থাকতে হবে।
◆ আবেদনের শর্ত: এইসব পদে আবেদনের জন্য প্রার্থীকে ভারত অথবা নেপাল অথবা ভুটানের বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। এরপর আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪।