প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Car Loan: এই বিশেষ সূত্র মেনে লোন নিলেই কমবে কিস্তির চাপ! দূর হবে লোন পরিশোধের টেনশন

বিগত এক দশকে অনেকাংশে যন্ত্রনির্ভর হয়ে পড়েছে আমাদের জীবন। পরিবহনের ক্ষেত্রেও এই যান্ত্রিকতার ছোঁয়া লেগেছে এখন কমবেশি সকলের মধ্যেই। সেই কারণেই ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত এক দশকে অনেকাংশে যন্ত্রনির্ভর হয়ে পড়েছে আমাদের জীবন। পরিবহনের ক্ষেত্রেও এই যান্ত্রিকতার ছোঁয়া লেগেছে এখন কমবেশি সকলের মধ্যেই। সেই কারণেই ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। তাই সামর্থ অনুযায়ী সকলে পছন্দের গাড়ি কেনার দিকে ঝোঁকেন। জ্বালানি তেলের বাড়তে থাকা দামের দিকে লক্ষ্য করে অনেককেই এখন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। আবার অনেকেই পেট্রোল গাড়িতেই ভরসা রাখছেন।

কিন্তু গাড়ি কেনার ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে। তার কারণ হল বাড়তে থাকা গাড়ির দাম। তবে সেক্ষেত্রে অনেক ফাইন্যান্স কোম্পানি কার লোন দিয়ে থাকে এখন। কিন্তু অনেকেই লোনের নাম শুনলেই ভয়ে সিঁটিয়ে যান। কারণ লোন নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। কিন্তু এই কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনিও লোন নিয়ে সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। এর ফলে ঝক্কি কমে যাবে একনজরে দেখে নিন সেই উপায়গুলি, যা আপনার গাড়ি কেনার লোনকে পরিশোধ করতে সাহায্য করবে অনেকাংশে।

লোন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে ২০-১০-৫ সূত্রটিকে। এই সূত্রে লোন নিলেই আপনি শহরে শোধ করতে পারবেন গাড়ির লোন। এর অর্থ হল, আপনাকে গাড়ির মোট দামের কমপক্ষে ২০ শতাংশ আপনাকে ডাউনপেমেন্ট করতে হবে। পুরো টাকা কিস্তির উপর ফেলে রাখলেই বাড়বে সমস্যা। এবার এই বিয়টিকে মকনে রাখতে হবে যে লোনের কিস্তির পরিমান যাতে করে আপনার মোট মাসিক রোজগারের ১০ শতাংশের বেশি না হয়। কারণ এটা হলে সবদিক মানিয়ে লোন পরিশোধ করা যায় সহজেই। একইভাবে, বাড়তি যে টাকা দিতে হবে, সেটি যেন কোনোভাবেই মাসিক ৫ হাজার টাকার বেশি না হয়, তাও মনে রাখতে হবে।

এছাড়াও আপনার মাসিক আয় অনুযায়ী সেই বাজেটের গাড়ি পছন্দ করে কিনুন। তাহলেই সেই গাড়ির লোন আপনি সহজে পরিশোধ করতে পারবেন। এছাড়াও সবসময় চেষ্টা করুন যেন গাড়ির দামে বেশিরভাগ অংশ আপনি ডাউন পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার মাথার উপর কিস্তির চাপ অনেকটা কমে যাবে। পাশাপাশি বেশি ডাউন পেমেন্ট করলে আপনার গাড়ির দামের ক্ষেত্রেও অনেক সাশ্রয় ঘটবে। তবে আপনি যদি বেতনভুক্ত কোনো কর্মচারী হয়ে থাকেন এবং সেই বেতনের ভিত্তিতেই লোন নিয়ে গাড়ি কেনার কথা ভাবেন, তাহলে আপনাকে অবশ্যই এক্সট্রা কিস্তির বিষয়টি মাথায় রাখতে হবে।