দুর্গাপূজা হোক বা শীতের ছুটি, কাজ থেকে ফুরসৎ মিললেই অনেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কখনও গন্তব্য হয়ে থাকে পাহাড়, কখনো সমুদ্র, কখনো ঐতিহাসিক স্থান, কখনো ধর্মীয় স্থান, আবার কখনো কোনো শান্ত জায়গা। এর মাঝে অনেকেই যান বিদেশ ট্যুরে, কেউ আবার ভিনরাজ্যে কোনো দর্শনীয় স্থান যেতে পছন্দ করেন। অনেকেই আবার কাছেপিঠের কোনো সুন্দর জায়গা খুঁজে নেন হলিডে ডেস্টিনেশন হিসেবে। সেখানেই দিনকয়েক কাটিয়ে আবার সাধারণ জীবনে ফিরতে হয়।
বাঙালির কাছেপিঠের সুন্দর জায়গার অন্যতম হল দার্জিলিং ও দীঘা। তবে একটু দূরের ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে অনেকেই আবার যারা বরফ ও পাহাড়ি সৌন্দর্য খোঁজেন, তারা বেছে নেন কাশ্মীর, কুল্লু, মানালি এসব স্থানকে। আবার জানা জঙ্গল ভালোবাসেন তারা কেরালায় বেড়াতে যান। আবার সমুদ্র যাদের প্রিয় হয় তারা অনেকেই আন্দামান বা গোয়ার টিকিট কাটেন। কিন্তু যারা প্রকৃতি ও নীরবতা পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটি দুর্দান্ত ডেস্টিনেশন হতে পারে ম্যাথেরান হিল স্টেশন। এটি হল দেশের সবথেকে ক্ষুদ্রতম হিল স্টেশন। এই নিবন্ধে জেনে নিন এই ট্যুর ডেস্টিনেশন সম্পর্কে।
এটি মহারাষ্ট্রের একটি নির্জন স্থান। এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কারণ এই স্থানের সৌন্দর্য এতটাই মোহময় যে এখানে গেলে আপনার বাড়ি ফিরতেই ইচ্ছে করবে না। কারণ এখানে প্রকৃতির যেরকম রূপ আপনি দেখতে পাবেন, তাতে মন ভালো হয়ে যাবে। তাই এই স্থানে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। এখানে আপনি যেসব জায়গা ঘুরে দেখতে পারবেন সেগুলি হল, লুইসা পয়েন্ট, প্যানোরামা পয়েন্ট, ওয়ান ট্রি হিল পয়েন্ট, শার্লট লেক, মাঙ্কি পয়েন্ট, আলেকজান্ডার পয়েন্ট, হানিমুন হিল পয়েন্ট, মাথেরান মার্কেট, খান্ডালা পয়েন্ট ইত্যাদি।
এসব তো হল, এবার এই স্থানে কিভাবে পৌঁছাবেন, তা জেনে নিন। কলকাতা থেকে আপনি ম্যাথেরান হিল স্টেশনে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে বিমান ধরতে হবে দমদম বিমানবন্দর থেকে। বিমানে গেলে আপনাকে ছত্রপতি শিবাজী বিমানবন্দরে নামতে হবে। একইভাবে হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে গেলে নামতে হবে ছত্রপতি টার্মিনালে। তারপর আপনাকে নেরাল স্টেশনে যেতে হবে আরেকটি ট্রেন ধরে। কিন্তু সেখান থেকে আপনাকে নিতে হবে ঘোড়ার গাড়ি। কারণ এই হিল স্টেশন এতটাই ছোট যে এখানে কোনো গাড়ি পৌঁছায় না।