প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Kolkata Metro: বিরাট সুখবর কলকতাবাসীর জন্য! শীঘ্রই নতুন রুটে শুরু হচ্ছে মেট্রো চলাচল

ভারতের বুকে হাতেগোনা কয়েকটি শহরেই রয়েছে মেট্রোরেল পরিষেবা। তবে প্রথম যে শহরে এই পরিষেবা চালু হয়, তা হল মহানগরী কলকাতা। ১৯৮৪ সালে কলকাতার বুকে চালু হয় এই পরিষেবা। কলকাতার মেট্রোরেল…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের বুকে হাতেগোনা কয়েকটি শহরেই রয়েছে মেট্রোরেল পরিষেবা। তবে প্রথম যে শহরে এই পরিষেবা চালু হয়, তা হল মহানগরী কলকাতা। ১৯৮৪ সালে কলকাতার বুকে চালু হয় এই পরিষেবা। কলকাতার মেট্রোরেল এখনো এক প্রাচীন ও আধুনিকতার মেলবন্ধনকে প্রদর্শিত করে তিলোত্তমা নগরীতে। তবে দিনে দিনে উন্নত হয়েছে এই পাতালরেল পরিষেবা। কলকাতায় মেট্রো রেলের বিস্তার বাড়ছে দিনের পর দিন। সফর ছাড়িয়ে জেলায় জেলায় এই পরিষেবা পৌঁছে দিতেও উদ্যোগী হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বিগত এক দশকে অনেকটা ছড়িয়ে পড়েছে মেট্রো পরিষেবা। আবার মেট্রোরেলকে উন্নত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হল গঙ্গার নীচ দিয়ে ট্রেন চালানো অর্থাৎ ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’। হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো শীঘ্রই ছুটবে গঙ্গার বুক চিরে, এমনটাই রয়েছে রুটম্যাপ। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত রুটে ইতিমধ্যে শুরু হয়েছে যাত্রী পরিবহণ। রেল সূত্রে জানা গেছে, গত কয়েকবছর ধরেই এই মেট্রো লাইনের কাজ চলছে। ইতিমধ্যে কাজ শেষের মুখে জানিয়েছে মেট্রোরেল।

আর এবার কলকাতা মেট্রোর অধীনে আরেকটি নতুন রুটে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। শীঘ্রই আসছে এই সুখবর। মেট্রোরেল সূত্রে জানা গেছে, শীঘ্রই তারাতলা-মাজেরহাট রুটে চালু হতে চলেছে মেট্রো চলাচল। জানা গেছে, ইতিমধ্যে এই রুটের সমস্ত স্টেশনের কাজ সম্পূর্ন হয়ে গিয়েছে। আর সেই কারণেই এবার এই রুট পরিদর্শন করলেন চিফ সেফটি কমিশনার অফ রেলওয়ে। জানা গেছে, এই রুটে ট্রায়াল রান হয়ে গেছে। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চালানো হল এই রুটে। আর সবটাই সফল হয়েছে বলে জানা গেছে মেট্রোরেল সূত্রে।

সূত্রের খবর, এটি হল জোকা-এসপ্ল্যানেড রুটের একটি অংশ। ইতিমধ্যে, এই রুটের একটি অংশে চালু হয়ে গিয়েছে মেট্রো চলাচল। বর্তমানে, জোকা-তারাতলা রুটে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে। এটিকে খিদিরপুর পর্যন্ত বর্ধিত করা হবে বলে জানা গেছে। তবে জোকা তারাতলা রুটে পার্পল লাইনে ওয়ান ট্রেন ওনলি সিস্টেম-এর অধীনে চলেছে মেট্রো চলাচল। এর ফলে মেট্রো পাওয়ার সময় অনেকটাই বেশি। তবে শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবেন যাত্রীরা। সেই কারণেই এই রুটে খুব তাড়াতাড়ি মেট্রো চলাচল শুরু করা হবে।